ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মেসি সন্দেশ, খেতে হলে যেতে হবে কলকাতা! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৫ ডিসেম্বর ২০২২

কলকাতার মিষ্টির দোকানে রোজকার মিষ্টির বদলে জায়গায় করে নিয়েছে আর্জেন্টিনা রসগোল্লা, মেসি ও ওয়ার্ল্ডকাপ সন্দেশ! কলকাতার হাওড়ার গন্ধেশ্বরী সুইটসের শোকেস এখন ভরতি এখন এসব মিষ্টিতে। যেখানে গরম রসে সাঁতার কাটছে সাদা নীল ডোরাকাটা আর্জেন্টিনা রসগোল্লা। শো-কেস জুড়ে সাজানো বিশ্বকাপের আদলে সন্দেশ। এলাকাবাসীদের আলোচনার কেন্দ্রে এখন এই মিষ্টি। রাত জেগে লোকে যেমন খেলা দেখছেন, তেমনি নিয়ে যাচ্ছেন বিশ্বকাপ স্পেশ্য়াল মিষ্টি।

মিষ্টির দোকানের কর্ণধার কেষ্ট হালদার জানান, ”বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই এই মিষ্টির জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা রসগোল্লা ও বিশ্বকাপ সন্দেশের প্রতিই সবার ঝোঁক বেশি। সবাই খুব পছন্দ করছে এই মিষ্টি। এছাড়াও রয়েছে ফুটবল সন্দেশ।”

এই দোকানে তৈরি হয়েছে ৩ ফুটের মেসি সন্দেশ। যার দাম ১২ হাজার টাকা। ইতিমধ্যেই এলাকার দুটি ক্লাব অগ্রিম বুকিং করেছে এই সন্দেশের। আর্জেন্টিনা রসগোল্লার দাম ১৫ টাকা, বিশ্বকাপ সন্দেশের দাম ৫০ টাকা।

এই মিষ্টির দোকানের কর্ণধার কেষ্ট হালদার ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই ফ্যান। তবে এখন পাখির চোখ আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার দিকেই। কেননা, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তার দোকানের মিষ্টির চাহিদা বাড়বে আরও। এই মহূর্তে বিশ্বকাপ ফাইনালের জন্যই মিষ্টি তৈরিতে ব্যস্ত হাওড়ার এই মিষ্টির দোকান।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি